প্রথম জন : তুই ভূতে বিশ্বাস করিস ?
দ্বিতীয় জন : হ্যা।
প্রথম জন : আর ভগবানে ?
দ্বিতীয় জন : হ্যা।
প্রথম জন : কোনটায় বেশি বিশ্বাস ?
দ্বিতীয় জন : এ আবার কেমন প্রশ্ন ? বলছি তো দুজনকেই বিশ্বাস করি।
প্রথম জন : তবুও ,বল না বেশি কাকে ?
দ্বিতীয় জন : চাপে পরলে ভগবানকে আর অন্ধকারে ভূতকে।
প্রথম জন : তোর কি মনে হয় ভগবান আর ভূতের মধ্যে কোনো লিঙ্ক আছে ?
দ্বিতীয় জন : তা আছেই তো , ভূতে ধরলে একমাত্র ভগবানই ভরসা আর ভগবানের সাক্ষাৎ পেতে ভূত হওয়া আবশ্যক।
প্রথম জন : দুজনের কাউকে কি দেখেছিস ?
দ্বিতীয় জন : না সে সৌভাগ্য হয়নি।
প্রথম জন : তবে বিশ্বাস করিস যে ?
দ্বিতীয় জন : অবিশ্বাস করলে তো কোনো লাভ নেই তবে বিশ্বাস করলে তারা যদি সত্যি থেকে থাকেন তবে আমার উপর তুষ্ট থাকবেন।
প্রথম জন : যদি ধর মরে গিয়ে দেখলি দুদলের মধ্যে একদম বনিবনা নেই। একজনকে ছেড়ে অন্যকে বিশ্বাস করেছিস বলে দুজনেই ক্ষেপে গেল তোর ওপর।
দ্বিতীয় জন : তা হবে না। যত ঝামেলা তলানিতে ,গদির উপরে বসা সবাই এক পরিবার ,নইলে ভাগের হিসেব কষতে অসুবিধা।
প্রথম জন : মানে রাজনীতি ? মরে গিয়েও রাজনীতি থেকে মুক্তি নেই বলছিস ?
দ্বিতীয় জন : কে জানে ? বলা কি যায় ? শুনেছি ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙ্গে। যাওয়ার জায়গা যদি একটাই হয় এত ঢেকি একসাথে গিয়ে এতদিন কি একটা ধান ও আস্ত রাখবে ? তাই সব ভেবেচিন্তেই আমার এই সর্বতুষ্টি প্ল্যান।
প্রথম জন : ইয়ে বলছিস কিছুই বদলাবে না ? শুনেছি ওই দুনিয়ায় কোনো কিছুর অভাব বোধ হয় না।
দ্বিতীয় জন : সে তো এখানেও হয় না ,কতদিন থেকে যে একটা জিনিস তোর ,আমার ,আশেপাশের সবার থেকেও নেই ,কই কোনদিন তো অভাব বোধ হয় না।
প্রথম জন : বুঝলাম না তো ,ঠিক কি জিনিস বলত ?
দ্বিতীয় জন : ওই পিঠের মাঝে লম্বা একটা হাড় ,ডাক্তার রা কি যেন বলে ,ও হ্যা শিরদাঁড়া ।
cool
LikeLike
nice
LikeLike