মুক্তি দে

Leave a comment আদর্শ পোস্ট ফরম্যাট

একটা গোল করা কাগজের টুকরোর সরু দিকটা ঘুমন্ত তীর্থ র কানে ঢুকতেই ,তীর্থ বলল:”আহ ! সকাল সকাল এভাবে জ্বালাস না মৌনী ,আরেকটু ঘুমাতে দে প্লিস।”

একটা আদো আদো কন্ঠস্বর তার উত্তরে বলল ” মৌনী কে বাবা? আমি তো তাতান !”

তাতানের গলায় চমকে উঠে তীর্থ ওকে লেপের তলায় নিয়ে আদর করে বলল ,” আমার তাতান সোনা দেখছি ভীষণ দুষ্টু হচ্ছে দিন দিন !” তাতানের খিলখিল হাসির মধ্যে তীর্থ চোখ বুজে বালিশে মুখ চেপে নিজের মনেই বলে উঠলো :

“আর কত দিন ? মুহুর্তের জন্য হলেও এবার আমায় মুক্তি দে , দোহাই তোর! ”

এখানে আপনার মন্তব্য রেখে যান