ফিরে দেখা

Comment 1 আদর্শ পোস্ট ফরম্যাট

তারিখ টা আজ সত্যি মনে নেই ,
রোজের মতই সকাল হয়েছিল ,
“তুই আমার বন্ধু হবি কি ? ” ,
অজানা এক আওয়াজ ভেসে এলো ।

হতেই পারি , আপত্তি কি !
একলা চলা যায় কি সারাক্ষণ ?
আমার আছে আবোল তাবোল গল্প ,
আর আছে বন্ধু হওয়ার মন ।

“দেবার মত যদি হিসেব করি ,
আমার আছে মন খারাপের ঝুড়ি ,
হাসির বাক্সে জমা অনেক ধুলো ।”
আমার কানে বাজলো কথাগুলো ।

বললাম , “চাইনা আমার এমন উপহার ,
দুঃখ দিতে বন্ধু কি দরকার ?
তার চেয়ে দিস হাসির বাক্স খানি ,
যত্নে ধুলো সরিয়ে দেব আমি ।”

এমন ভাবেই বছর ঘুরে গেল ,
অজানা মন বন্ধু হয়ে এলো ,
ঝগড়া হাসির শব্দ ভেসে আসে ,
বন্ধু তুই থাকিস আমার পাশে ।

সময় বাড়ায় নিজের চলার গতি ,
ব্যস্ত জীবন পাতা বদলে যায় ,
মহাকালের ভীষণ অট্টহাসি ,
বলেন ,”সবসময়ের জন্য কিছু নয় ।”

ব্যস্ত সকাল ,নিঝুম রাতের ঘোরে ,
হঠাৎ যদি আমায় মনে পড়ে ,
আবার যদি বন্ধু হতে চাস ,
বদলে দিয়ে কালের ইতিহাস ,
ডাকিস আমায় , ইচ্ছে যখন তোর ,
বলছি দেখিস ,ঠিক পাবি উত্তর ।

সময় যদি বদলে অনেক যায় ,
আমরাও নয় বদলে গেলাম অল্প ,
তবুও আবার হাসবো অকারণে ,
আবার হবে আবোল তাবোল গল্প ।

ধন্যবাদ ,
BongNote

One thought on “ফিরে দেখা

এখানে আপনার মন্তব্য রেখে যান