হাসির পাহারা

Leave a comment আদর্শ পোস্ট ফরম্যাট
  • আপনার কাছে গণতন্ত্র মানে কী  ?

     সহজ ভাবে হাসতে পারি , বলতে পারি মনের কথা ,

      রাজনীতি বা ধর্ম ভয়েও অটুট যখন  নিজস্বতা ।

  • আপনি কী সহজ ভাবে হাসতে পারেন ?

ধর্ম গুরুর ভীষণ শাষণ , হাসির উপর খবরদারি ,

 কারাগারের পদধ্বনি , পালাও ‘হাসি’ তাড়াতাড়ি !

  • মানে আপনার দেশে ধর্ম গুরু ঠিক করেন যে আপনি কখন হাসবেন , অন্যথা কারাবাসও হতে পারে ! তা ধর্ম গুরু টা কে?

ধর্ম গুরুই মানুষ একা , জটিল হিসেব  ‘মান-অপমান’ ,

 ক্ষণিক ভুলেই ভক্তের দল করিয়ে দেবে রক্তস্নান ।

  •  আপনার দেশে কি আইন কানুন নেই নাকি ?

    আইন আছে লুকিয়ে কোথাও ,ডাকলে গুরু বেরিয়ে আসে ,

    রাতবিরেতে পথের ধারে নির্ভয়া দের  কাপড় হাসে !

  •  আপনি কি সত্যি কোনো গণতান্ত্রিক দেশের নাগরিক ?

->      মিথ্যা তো নয় , সত্যি বটে , সেই প্রথম থেকেই, সবাই জানে ,

           তবে গণতন্ত্রের  উপস্থিতি শুধুই আমার সংবিধানে !

এখানে আপনার মন্তব্য রেখে যান