ভালবাসার দিন

Comments 2 আদর্শ পোস্ট ফরম্যাট

পথের ধারে  লাল বেলুনের মেলা

প্রেমের গন্ধে মনগুলো রঙীন ,

গোলাপের দাম মানুষের চেয়ে বেশী ,

পালন হচ্ছে ভালবাসার দিন !

>”আমিও তোকে দিতে চাই উপহার ,

বল না আমায় ,চাইছে কী তোর মন ,

কথা দিলাম সকল উজাড় করে ,

ভালবাসায় করব সমর্পণ !”

>”মন তো আমার কত কিছুই চায় ,

ইচ্ছাপূরণ মোটেই সহজ নয় ,

তবুও যখন জানতে চাইলি তুই,

লোক খাওয়ালে আজকে কেমন হয় ?”

>”হৃৎপিন্ড তোর ই কথায় চলে ,

করব আমি সকল আয়োজন ,

যাকে যাকে ডাকতে ইচ্ছা করে ,

বিনা দ্বিধায় করিস নিমন্ত্রণ !”

>”যে ছেলেটি ল্যাম্প পোস্টের নীচে ,

জুতো ই পালিশ করে নিয়মিত ,

কিন্তু আজ বেলুন নিয়ে বসে ,

ওই আমার প্রথম নিমন্ত্রিত ।

স্টেশনের যে কচি কাঁচার দল ,

হাতের বাটি ,মোহর রাশি ভরা ,

সব কটাকে আসবি নিয়ে ধরে ,

আমার জন্যে হ না ছেলে ধরা !

মন্দিরের ওই চাতাল জুড়ে শুয়ে,

মানুষ টি যার বাঁশির সুরে যাদু ,

আজকে আমি তাকে বোঝাবই ,

মদের  চেয়েও পায়েস সুস্বাদু ।

ওই মেয়েকে ডাকতে ভুলিস না ,

যে প্রতি রাতে ভেবেছে  বারবার ,

প্রাণের চেয়ে দেহের দাম বেশী ,

ভুল টা  তার ভাঙানো দরকার ।”

> “নিজের উপর গর্ব হত খুব ,

ভালবাসায়  স্বার্থ   আমার কই ,

আজকে প্রথম সত্যি টা বুঝলাম ,

ভালবাসার যোগ্য আমি নই !

যেমনটি চাস তেমনি হবে  আজ  ,

স্বার্থ নয় , একটি মাত্র আশা ,

কখনো ভুলের বিয়োগ মেলাতে,

ক্ষমা করবে আমায় ‘ভালবাসা’ !”

2 thoughts on “ভালবাসার দিন

এখানে আপনার মন্তব্য রেখে যান