বাকরুদ্ধ

Leave a comment আদর্শ পোস্ট ফরম্যাট

বোঝার যদি ইচ্ছা থাকে, শব্দ রাশি ব্যর্থ খোঁজা ,
বাক্যে মেপে গন্ডি মনের নাগাল পাওয়া ওতই সোজা ?
সদ্য জাত শিশু যখন মাকে প্রথম স্পর্শ  করে,
অভিধানের স্পর্ধা কোথায় , মনের ভিতর আয়না ধরে ?

মৃত্যু যখন অপেক্ষাতে , ঝাপসা যখন জগৎ বাকি ,
বুঝতে পারা, যায়নি দেওয়া সময়কে তার অঙ্কে ফাঁকি ,
“আসছি আমি , ভালো থেকো “, শব্দে বলা নাই বা গেল ,
ভালোবাসার শেষ পাতা টা , নাই বা  কথায়  ব্যক্ত হল।

হাত টা চেনা  ছাড়ল যখন, নতুন হাতের অমোঘ টানে ,
কষ্ট  কী আর ভার হারাতো   ক্ষণিক কটু বাক্য বাণে ?
দোষ ছিল কার ,  ব্যাখ্যা হাজার , আর কী হত প্রশ্ন করে ,
শব্দ ভিড়ে ভাগ্য লিখন  বদলে দিতে কেউ কি পারে ?
সুখের হিসেব মিলিয়ে দিতে  , চায়নি সে আর ডাকতে পিছু ,
চোখের জলের নীরব ধারায় লুকিয়ে ছিল হয়তো  কিছু।

একলা না হয় সবাই থাকে ,বন্ধু তবু ভীষণ  প্রিয় ,
স্বার্থ এমন হানবে আঘাত ,কক্ষনো তা  জানতো না ও !
গড়তে যাহা বছর গেল , মুহূর্ত তার  সবটা  কাড়ে ,
বিশ্বাসেতে লাগলে মোচড় , শব্দ কি আর জুড়তে পারে ?

সেই যে বিশেষ ইচ্ছাখানি , হঠাৎ করেই পূরণ হল ,
যুগের শেষে বন্দি যেন খাঁচার থেকে মুক্তি পেল ,
স্বপ্ন সুখে বিভোর হৃদয় , হারিয়ে গেল  শান্তি ঘুমে ,
পারল না সে চুকিয়ে দিতে সুখের হিসেব শব্দ গুনে ,
হাসির স্রোতে  ভাসিয়ে দিল সবটুকু তার উজাড় করে ,
শব্দ হারায় স্বত্বা নিজের , হৃদয় ভরা খুশির ঘোরে।

ঈশ্বরও তো মৌন থাকে , তোর ডাকে সে দেয় কি সাড়া ?
অধিকারের প্রশ্ন বিনাই অন্তরে তার বিরাজ করা ,
যত্নে তবু করিস পুজো , চাস যা খুশি ইচ্ছা হলে  ,
চাওয়া পাওয়ার টানাপোড়েন ,শব্দ ছাড়াই দিব্যি চলে ।

আমার বেলাই অন্য নিয়ম , অপেক্ষাতে থাকিস বসে,
খুলবো কখন মনের খাতা , নিখুঁত কটি বাক্য কষে ।
মিথ্যা জমা অভিযোগের  আঁচল থাকে শব্দে ভরা ,
গভীর যখন অনুভূতি , যায় না কথায় প্রকাশ করা ,
মনকে ছুঁতে মন ই পারে , শব্দ কেন খুঁজিস বৃথা ?
চাস না দিতে বদলে নিয়ম ,  অটুট থাকুক নিজস্বতা ।

এখানে আপনার মন্তব্য রেখে যান