মন খারাপের গন্ধ কেমন অজানা এক আবেশ আনে ,
বারণ ভুলে মন ভেসে যায় ভীষণ চেনা স্মৃতির টানে ।
বাজের আওয়াজ চমক ভাঙ্গায় , আকাশ জুড়ে মেঘের কালো ,
মরচে ধরা প্রশ্ন মনে , “সব টা তবে মিথ্যে ছিল ?”
চোখের জলে বৃষ্টি মিশে , ঠোটের কোণে ফোটায় হাসি ,
খাতার পাতায় লুকিয়ে লেখা নামের পাশে “ভালোবাসি।
মন খারাপের নাম বুঝি হয় ? জানিস কি তুই তার ঠিকানা ?
অনুরোধে র আর্জি যাবে ,করতে তাকে আসতে মানা ।
চালের ঘটি উল্টে দিয়ে ,ঢুকলো মেয়ে নতুন ঘরে ,
পুরনো সেই ঘরের মায়া মনখারাপের আঁচল ধরে ,
ঘুমিয়ে থাকা স্বামীর পাশে ,স্মৃতির ভিড়ে রাত্রি যাপন ,
মনখারাপের চাদর নিয়ে ,পাশ ফিরে শোয় নতুন জীবন ।
নতুন শহর ,অচেনা মুখ ,ছড়িয়ে থাকা বইয়ের সারি ,
যখন তখন মারছে উঁকি ,মনখারাপের বলিহারি ,
তেল মাখানো খাবার যখন, হচ্ছে হজম নির্বিবাদে ,
মায়ের রাঁধা রান্না জাগায় স্মৃতির আবেশ মুখের স্বাদে ।
হাতের কড়ে গুনতি দিনের , আগাম কবে আসবে ছুটি ,
মনখারাপের রাস্তা ভুলে , মায়ের কোলে লুটোপুটি ।
দিন টা তবু যেমন তেমন , রাত্রে ঘড়ির নেইকো তাড়া,
নিস্পলকে কাটাই প্রহর , শ্বাসের মেয়াদ তোমায় ছাড়া,
ছাই করলো যেদিন আগুন , চিতায় শোয়া ভালবাসা ,
মনখারাপে বন্দি আমি , ফুরিয়ে গ্যাছে বাঁচার আশা,
আর কটা দিন ! কটাই বা রাত ! তুমিও আছো অপেক্ষাতে,
শুধুই এখন মৃত্যু পারে,জীবন আমার ফিরিয়ে দিতে !
মনখারাপের রঙ হয় কি ? লাল বা সবুজ চিহ্ন কোনো ?
রঙীন হতে চাইনা আমি , সাদাই প্রিয় আমার জেনো ,
জানলা খোলা ,নজর কাড়ে , পথের ধারের ক্ষুধার্ত মুখ ,
অসহায়ের হাতছানিতে বাড়তে থাকে মনের অসুখ ,
গুলির আওয়াজ,জটিল হিসেব,কাঙ্খিত জিত,অপ্রিয় হার ,
আমার কিছুই হয়না বদল ,মনখারাপ ই ভরসা আমার !
অলস মনের বিলাসিতা , খাঁচা ভাঙার ব্যর্থ উপায় ,
মনই তখন মনখারাপের কারণ খানি আমায় শুধায় ,
স্মৃতির মোড়ক ফেলে আসা , চেনা পথে ফিরতে চাওয়া ,
সম্ভব আর অসম্ভবের মধ্যেখানে হারিয়ে যাওয়া ,
“কী হয়েছে ? কী চাই তোর ? সন্ধান দে খুশির চাবির ”
বালিশ খানি জাপটে ধরে , মৌন থাকে ক্লান্ত শরীর !