বাড়তি

Leave a comment আদর্শ পোস্ট ফরম্যাট

প্রথম ধাপ :

তখন কি আর বুঝতে জানি ,

পরিধানের মন্দ ভালো ,

পছন্দসই রং না হলে ,

মুখ টা করে থাকতি কালো।

মাপের বড় জামার কারণ ,

চোখ পাকিয়ে শুধাস আবার ,

মায়ের উপর বলবো কথা ,

তখন কোথায় সাধ্য আমার !

দ্বিতীয় ধাপ :

বয়স না হয় বাড়লো খানিক ,

বদলে গেল সময় নিজে ,

ভালোবাসাও আর ঢাকা নেই ,

যত্নে রাখা চিঠির ভাজে ,

স্বপ্নতে আর নেই না পিছু ,

নাম বলি না ঘুমের ঘোরে ,

আঙ্গুল টা তোর মুঠোয় নিয়ে ,

পাশ ফিরে শুই হঠাৎ ভোরে।

ঝগড়া হলে বন্ধ কথা ,

ভোর না হতেই বাপের বাড়ি ,

ফোন ঘোরালেও অন্যে বলে ,

মেয়েটি তাদের ব্যস্ত ভারী।

শাস্তি দেবার নিঠুর উপায় ,

অভিমানের অঙ্কে কষা ,

নিজের মনেই হাসতি দেখে ,

ভালোবাসার দৈন দশা।

অগত্যা যাই শ্বশুর দুয়ার ,

দানের আশায় সত্য চারণ ,

তাদের প্রাণের রত্নটি যে ,

হয়েছে আমার বাঁচার কারণ।

তৃতীয় ধাপ :

মা হলি তুই দস্যি ছেলের ,

স্নেহের ফাঁকে কঠিন শাসন ,

মুগ্ধ চোখে তাকিয়ে দেখি ,

দায়িত্ব নেবার ইচ্ছা পূরণ ।

রঙের বাছাই , মাপের হিসাব ,

এখন করিস ইচ্ছে মতন ,

দর্জি আসে হুকুম হলে ,

উলের কাঁটায় মর্জি লালন।

চতুর্থ ধাপ :

নিয়ম তো সেই তেমনি আছে ,

বাড়লে বয়স অসুখ হাজার ,

পারবে না তোর বাক্স ওষুধ ,

বদলে দিতে সময় যাবার।

ভাবলি বুঝি হয়েছে মনে ,

মৃত্যু ভয়ের জবরদখল !

কর্ম ফলের পাপ পুন্য ,

তুই ছাড়া যে মিথ্যে সকল!

তোর মনেতেও ভয়ের দাপট ,

প্রমাণ ঢাকা ঠান্ডা হাতে ,

অভ্যাস যে ঘুমিয়ে পরা ,

আমার বুকে ঝড়ের রাতে ।

চমকে উঠে আমায় খুঁজিস ,

স্বস্তিতে চোখ আবার বুজিস ,

হঠাৎ ভয়ের কারণ খানি ,

মিথ্যা বলে আড়াল করিস।

পুজোর ঘরে সাজিয়ে থালা ,

চাস যে কি তা আমিও জানি ,

প্রার্থনাতে বদলে দিতে ,

মহাকালের নিয়ম খানি।

ফুলটা হাতের মাথায় ঠেকাস,

শান্তি জলে কপাল ভেজাস,

যত্ন করে জমিয়ে রাখা ,

আমার মনের ইচ্ছা শুধাস।

চাওয়ার বাকি নেই যে কিছু ,

এখন বরং সাধ হয় দিতে ,

একা থাকার বাড়তি সময় ,

বলিস তাকে ফিরিয়ে নিতে ।

আগে পরের বদলে হিসেব,

ভালোবাসার ইচ্ছাপূরণ,

ঝড়ের রাতে আলিঙ্গনে ,

মোদের সাধের মৃত্যু বরণ ।

আলোর খোঁজে যাত্রা নতুন ,

জমিয়ে রাখা পুন্য মেপে ,

অজানা পথ ভয় দেখালে ,

হাত টা আমার ধরবি চেপে।

গন্তব্যের নতুন ভোরে ,

জেদকে বেঁধে অবুঝ মনে ,

তোর কোলে মুখ গুজব আমি ,

মহাকালের চিরন্তনে ।

ধন্যবাদ ,

রোমি দাস