উপহার তো ছেড়েই দিলাম , ফুলের তোড়াও দিসনি এনে ,
কবির লেখা ধারের সুদে , চাসনি নিতে হৃদয় কিনে ,
জন্মদিনও যেতিস ভুলে , চোখের জলে রাত্রি ভারী ,
তবুও কেন মন দিয়েছি , আজকে তোকে বলতে পারি ।
ভাবলি বুঝি হারিয়ে যাব , মেলার ওই অল্প ভিড়ে ?
নইলে কেন ধরলি আমার হাতটা ওমন শক্ত করে !
যখন হাঁটি তোর পাশে ওই অচেনা সব রাস্তা ধরে ,
আমায় রাখিস বাদিক ঘেষে , বিপদ থেকে অনেক দূরে !
মন খারাপের দিন গুলোতে, “কি হয়েছে” শুধোস নি তো ,
দৌড়ে গিয়ে আনিস কিনে , আমার প্রিয় খাবার যত ।
“খেলে কাঁদার শক্তি পাবি ” , দুঃসাহসী কথার ছুরি ,
তবুও ফিরে অন্য দিকে , মুখের হাসি আড়াল করি ।
রাগ ভাঙ্গাতে পারিস না তুই , করলে আশা কষ্ট বাড়ে,
সত্যি কথা স্পষ্ট করে , বলতে এমন কজন পারে !
ঝগড়া হলে বন্ধ কথা ,নিজের মত একলা থাকিস ,
খেয়েছি কিনা , ঘুমোই কখন , আড়াল থেকে খেয়াল রাখিস।
মন্দিরের বাইরে দাড়াস , আজও আমার অপেক্ষাতে ,
নিজের মনে নাস্তিকতা , দিসনি তাকে আমায় ছুঁতে ।
চিন্তিত মন , নিদ্রা বিহীন , ভয় পেয়েছে সাহসী মেয়ে ,
চোখের জলের অবুঝ ফোঁটা, উঠলি কেঁপে স্পর্শ পেয়ে,
শরীর নাকি যন্ত্র জটিল , খারাপ তো সে হতেই পারে ,
শক্ত গলায় বললি আমায় ,হাড় কাঁপানো জ্বরের ঘোরে।
আমায় যখন ধরল জ্বরে , রাত কাটালি প্রহর গুণে ,
কপাল জুড়ে ঘামের কনা ,তখন কেন উঠলো জমে ?
উত্তর টা দিসনি আজও ,জোর করিনি স্বভাব দোষে ,
অধিকারের সহজ হিসেব ,মনে মনেই নিলাম কষে ।
ঘুমের মাঝে অচেতনে , বাহুডোরে আমায় বাঁধিস ,
হয়তো ভেবে মোহর কলস, সাপের মত আগলে রাখিস !
দেওয়া নেওয়ার জটিল হিসেব , করছে যখন হৃদয় কালো ,
সহজ ভাবে শিখিয়ে দিলি , কিভাবে হয় বাসতে ভালো ।
ধন্যবাদ ,
রোমি