মা

Leave a comment আদর্শ পোস্ট ফরম্যাট

আমার শ্বাস প্রশ্বাসে ধ্বনিত হচ্ছে কৃতজ্ঞতার ছন্দ ,
তোমার স্বার্থহীন ভালবাসার ঢেউ ,আমার রক্তে বহমান ,
আমি এই বিশাল পৃথিবীতে তোমার ই প্রতিচ্ছবি ,
এ সত্য চিরন্তন ,অকৃত্তিম ,অম্লান ।
তোমার প্রতিনিয়ত চেষ্টা ,আমার দুর্গম পথকে সুগম করে তোলার ,
আমার হারের দুঃখকে যাদুস্পর্শে করে তোলো জেতার আনন্দ ,
তোমার সুস্পষ্ট চেতনার অনুভূতি স্পর্শে ,
ভেঙ্গে দাও আমার চাপা অহংকার ,মুছে দাও আমার দ্বন্দ ।

তোমার আদি অন্ত নেই ,নেই কোনো সংজ্ঞা ,
দিশাহীন অচেনা ভিড়ে ,তুমি খুব চেনা বিশ্বাস ,
তুমি এক অভঙ্গুর স্নেহময় প্রাচীর রূপে বিরাজমান ,
ক্লান্ত জীবনপথে শান্তিময় আশ্বাস ।
তুমি অচেতন শিশুর মনের মাঝের সুপ্ত সান্ত্বনা ,
রক্তের টানে সীমাবদ্ধ তোমার কামনা বাসনা ,
তোমার সৃষ্টিতে বিস্মিত স্বয়ং সৃষ্টিকর্তা ,
তুমি সকল প্রেরণার উৎস ,তুমি মা !

ধন্যবাদ,
BongNote