>আপনি আমাকে নিশ্চই চিনতে পারছেন ! সেই ছোট্ট বেলা থেকে , শিবরাত্রির দিন গঙ্গায় স্নান করে আপনার মাথায় জল ঢেলে সারাদিনের উপোষ ভেঙ্গে এসেছি আমি ।
>হ্যাঁ চিনি বৈকি ! তুমি তো সেই মেয়ে যে প্রথমে আমাকে স্বামী রূপে চাইলে ,তারপর সমগ্র ব্রম্ভান্ডের সৃষ্টিকর্তাকে অবাক করে দিয়ে নিজের ছেলে রূপেও আমাকেই চেয়ে বসলে।
>যখন বুঝতে পারলাম , কোনো ইচ্ছাই আপনি আমার পূর্ণ করেন নি ,আমিও অবাক হয়েছি বৈকি !
>শোন মেয়ে !পূরণ করার যোগ্য ইচ্ছা না হলে এমন অভিযোগ অর্থহীন !
>অভিযোগ অর্থহীন ? আচার অনুষ্ঠানে কমতি থাকতে পারে,ওদিকে ওতটা নজর দিইনি কারণ ঠাকুমা বলেছিল আপনার ভোলা মন , নিয়ম নিষ্ঠা ব্রতপালনের জটিল হিসেব আপনি মেলাতে পারেন না , আপনাকে পাওয়ার ওই একটাই পথ , ‘ভালবাসা’! আরো শুনেছিলাম যদি শেষ ভক্তি বিন্দুউজার করে দিতে পারি , আপনি নাকি আমার জন্য অসাধ্য সাধন করতেও পিছপা হবেন না ! আমার মত সাধারণ মেয়ে আপনার সাধ্যের সীমানা মাপার ধৃষ্টতা কখনই করেনি , বরাবর আপনার কাছে শুধু তাই চেয়ে এসেছি যা দেওয়া সবচেয়ে সহজ , যা দিতে গেলে অধিকার বিচারের প্রয়োজন নেই , যার জন্য কোনো সাধ্য অসাধ্যের জটিল হিসেব কষতে হত না আপনাকে ।
> তাই তো সবচেয়ে বেশী অবাক করে আমাকে ! আমার মত চালচুলো হীন সন্ন্যাসী কোন উপকারে লাগতো তোমার ! তুমি তো জানতে সংসারের চাওয়া পাওয়া আমার নেশার ঘোর কাটাতে পারে না , আমি সব হারানোয় বিশ্বাসী ,অমোঘ মায়ায় আমায় বাঁধা যায় না ! এমন ইচ্ছা কী করতে আছে যা পূরণে সুখের দ্বার তো খোলেই না ,উপরন্তু দুঃখের আয়ু শত গুণে বেড়ে যায় !
>গঙ্গার উচ্ছসিত জলরাশি যার ধ্যান ভাঙ্গাতে অক্ষম , আমার কয়েক ফোঁটা চোখের জলের মূল্য সে কেমন করে দেবে বলুন ! তাই সুখের আশায় আপনাকে পাশে চাইনি আমি !
>তাহলে ! কী পাওয়ার আশায় , ভিজে কাপড়ে অনন্ত প্রহর অপেক্ষার পর হাত পাততে বার বার ?
> হাত পেতেছি বৈকি ! তবে পাওয়ার আশায় নয় ,দেবার আশায়!
>দেবার আশায় ? আমাকে ! সমগ্র বিশ্ব ব্রম্ভান্ডের অধিপতিকে কী এমন দিতে চাও তুমি !
>বিষ ! বন্য জগতের লোভাতুর দৃষ্টির বিষ , বন্ধ দরজার পিছনে হওয়া নিরন্তর পাপের বিষ , ভালো থাকার অভিনয় করে জমতে থাকা অজস্র মিথ্যের বিষ , পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাওয়ানোর লড়াই তে বিশ্রী ভাবে হেরে যাওয়ার বিষ , অহর্নিশ অন্যায়ের সাথে অপোষ করা অভ্যাসের বিষ , গোটা মেয়েজন্মে সহ্য করা অপমানের বিষ ! আপনি তো নীলকন্ঠ ! শুনেছি বিষের প্রভাব আপনার দেহের রং বদলেই সীমিত, নারী হৃদয়ের বিষের স্তূপ গ্রহনের ক্ষমতা একমাত্র আপনারই আছে । বিবস্ত্র হওয়ার ভয় দ্রৌপদীকে রাতে ঘুমোতে দেয় না , রান্নাঘরে আগুনের সামনে দাড়িয়ে যা কাঁপে তা সীতার হাত মনে হলেও , আসলে তার অস্তিত্ব !আমরা অশুচি ,মোক্ষ লাভের স্বপ্ন দেখি না , কিন্তু মুক্তি ! তাও কি নেই ভাগ্যে !