বাঙালী মেয়েটি (দ্রুত ঘরে ঢুকে ) : আমি তোকে বিয়ে করবো না !
পাঞ্জাবী ছেলেটি : কিউ ? ফির কয়া হো গয়া ? ম্যায়নে “লার্ন বেঙ্গলি ইন ৩০ ডেস ” বুক ভি পড়লি তেরে মুর্শিদাবাদ রহেনেয়ালি নানীমা সে বাত করনেকে লিয়ে। I know লাস্ট টাইম উনকে ‘ঘুম পেয়েছে ? ‘ সাওয়াল বিনা সামঝে আনসার মে ম্যয় আমেরিকা ,জাপান , অউর সব জাগা যাহা বিসনেস ট্রিপ কে লিয়ে গয়া থা গলতিসে বল দিয়া,ইসিলিয়ে মুজসে গুদসা হ্যয় তু। পর ম্যয় কিতনি বার মাফি তো মাঙ লি ,ফিরভি তু..
বাঙালী মেয়েটি: ওটা ছাড়াও অন্য কারণ আছে।
পাঞ্জাবী ছেলেটি : ও কয়া ?
বাঙালী মেয়েটি: : তুই রবীন্দ্রনাথ বুঝিস না।
পাঞ্জাবী ছেলেটি : রবীন্দ্রনাথ ? ইউ মিন রবীন্দ্রনাথ টেগোর ?
বাঙালী মেয়েটি: দেখলি তো ? তোর কাছে যা টেগোর আমার কাছে তা ঠাকুর। এই জন্যেই আমি ঠিক করে নিয়েছি তোকে বিয়ে করবো না ।
পাঞ্জাবী ছেলেটি : let me understand properly , ইংলিশ মে ঠাকুর কো লোগ টেগোর কহেতে হ্যায় ইসিলিয়ে তু মুঝসে শাদি নাহি করনা চাহাতি?
বাঙালী মেয়েটি: দেখেছিস তো ?কিরকম কিছুই বুঝতে পারিস না তুই ! সারাজীবন এভাবে উল্টো গনেশের সাথে আমি ঘর করতে পারব না। হ্যা ১৫ বছর আগে তোর আধো আধো বাংলা শুনে হাসি পেলেও এখন আর পাচ্ছে না ,বরং রাগে গা পিত্তি জ্বলে যাচ্ছে।
পাঞ্জাবী ছেলেটি : Still I need a valid reason ,Only Tagore is just not acceptable .
বাঙালী মেয়েটি: What do you mean by only Tagore ?এতদিন একটা বাঙালী মেয়ের সাথে থেকে রবীন্দ্রনাথের আগে “ONLY” লাগানোর তোর সাহস হলো কি করে ?
পাঞ্জাবী ছেলেটি : টেগোরের আগে লাগিয়েছি ,ঠাকুরের আগে নয়।
বাঙালী মেয়েটি:আমার মত এরকম একটা মনেপ্রাণে বাঙালী মেয়েকে বিয়ে করার কোনো যোগ্যতাই তোর নেই। এটা তোর কাছে না হলেও আমার কাছে valid reason.এতদিনে বাংলার ‘ব’ ও ভালবাসতে পারলি না। আমি জানি শেষ দিন অব্দি ওই পাঞ্জাবের ‘প’ তেই আটকে থাকবি।
পাঞ্জাবী ছেলেটি :তুই ভুল জানিস ,I love রসগুল্লা। I just love it রে।
বাঙালী মেয়েটি: মিষ্টির নাম টা ‘রসগুল্লা’ নয় রসোগোল্লা। আর তোকে কে বলল শুধু ‘রসোগোল্লা’ খেতে ভাললাগলেই বাংলাকে ভালবাসা হয়ে গেল ?
পাঞ্জাবী ছেলেটি : আরো আছে, ফেলুদা ,ব্যোমকেশ এন্ড মাই ফেভারিট লালমোহন বাবু। সবকটা সিনেমা আমি তোর সাথে দেখেছি ভুলে যাস না।
বাঙালী মেয়েটি:নিচে ইংলিশ subtitle দেখে আমিও স্প্যানিশ সিনেমা দেখে থাকি। আমি আর জানিনা তোর পেটে পেটে কত বাঙালিয়ানা।
পাঞ্জাবী ছেলেটি :বাঙালিয়ানা কাকে বলে জানি না তবে , বাংলার খাবার খেতে ভালোলাগে ,বাংলায় তৈরী সিনেমা ভালোলাগে ,রবীন্দ্রনাথ বাংলায় না পড়লেও ইংরাজীতে পড়েছি বৈকি ,আর সেই ছোট্ট বেলা থেকে ভালো লাগে একটা বাঙালী পাগল মেয়ে যে এখন ঝগড়া করতে এতটাই ব্যস্ত যে এতক্ষণ খেয়ালই করেনি তার পাঞ্জাবী বন্ধুর ক্রমান্যয় বাংলা সংলাপ।
বাঙালী মেয়েটি:সত্যি তো।একদম খেয়াল হয়নি।তুই বুঝি শুধু আমার জন্যে বাংলা শিখলি ?
পাঞ্জাবী ছেলেটি : না। Only Tagore compelled me .
বাঙালী মেয়েটি (রাগের ভান করে ): তোর বাজে কথা শোনার সময় নেই আমার ,বিয়ের অনেক শপিং বাকি।
পাঞ্জাবী ছেলেটি : সে যা তবে “লার্ন বেঙ্গলি ইন ৩০ ডেস ” এর উপর কৃতজ্ঞতা না জানিয়ে পারছি না। সেই তো তীরে এসে নৌকা ডুবি হওয়া এ যাত্রায় বাঁচালো।
বাঙালী মেয়েটি (হেসে): ওটা ‘তীরে এসে তরী ডোবা’ হবে। রবীন্দ্রনাথ আর ‘লার্ন বেঙ্গলি ইন ৩০ ডেস’ থেকে শেখা শব্দ কেমন চমৎকার গুলিয়ে ফেললি ,এই না হলে বাঙালী মেয়ের হবু পাঞ্জাবী বর !