বিস্মিত মুখে ফোনের রিসিভার টা রেখে , জানলার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকা স্ত্রীকে , রমেনের শক্ত চোয়ালের প্রশ্ন : এটা তুমি কেন করলে মালা?
> বিদ্রুপ মাখা হাসি তে চোখের জল ঢেকে মালা বলল : নার্সিং হোম থেকে ফোন করেছিল বুঝি ?
> শুনতেই তো পেলে , আমার স্ত্রীর গর্ভপাতের খবর দেওয়ার জন্য অচেনা কন্ঠস্বরকে কিভাবে বলিষ্ঠ ভাবে ধন্যবাদ দিলাম !
> খবরের মধ্যে নতুনের গন্ধ না থাকলে আকস্মিকতা যে বিনয়ের মুখোশ কে আড়াল করতে পারবে না ,সেটাই কি স্বাভাবিক নয় !আসলে এর আগের দু বার , তুমি তো আমাকে বুঝিয়েই দিয়েছিলে কী করতে হবে ,তাই এবার আর তার অবকাশ দিলাম না , শুধু শুধু দিন বাড়লে তারও কষ্ট আর আমারও ।
> তোমাকে তো বলেছিলাম , আমি নিজে ভ্রুণ পরীক্ষা করেছি ! এবার আর আগের দু বারের ব্যাপার এক নয় , এবার আমাদের ছেলে হত মালা ! তোমার কি আমার ডাক্তারি বিদ্যার ওপর একেবারেই বিশ্বাস নেই ?
> তোমার বিদ্যের উপর সম্পুর্ন আস্থা আছে আমার , আর ঠিক সেই জন্যেই তোমার মৃত সন্তানদের কাছে আমি আজ নিরপেক্ষ মা !