পছন্দের বই

Leave a comment আদর্শ পোস্ট ফরম্যাট

জনৈক ভদ্রলোক : নমস্কার দাদা ! আপনি শুনেছি ভালো লেখেন।

লেখক: না সেরকম কিছু নয় ,ওই অল্প আধটু লেখার চেষ্টা করি আর কি !

জনৈক ভদ্রলোক : হে হে ! মানে আমার না খুব বই পড়ার সখ কিন্তু কোনো গল্পই আমার ঠিক মনের মত হয় না। কিসব ছাই ভস্ম চারিদিকে ! কখনো বিরহ বেদনা নাহলে রক্ত মাখা রাজনীতি অথবা সেই বস্তা পঁচা সুখ দুঃখ তা নাহলে চশমা পরা সখের ডিটেকটিভ ,ধুর ধুর ! তাই সবার মুখে আপনার খুব নাম শুনে আপনার কাছে এভাবে না বলে চলে এলাম ,আপনার এই ঘরে তো তাক ভরা বই ,একটা ভালো বই দিতে পারেন আমার মনের মত?

লেখক :তা আপনি কি ধরনের গল্প খুঁজছেন যদি খোলসা করে বলেন তাহলে একটু সুবিধা হয়।

জনৈক ভদ্রলোক : মানে হাসি কান্না ভরা বেশ একটা টান টান উত্তেজনাপূর্ণ রহস্য রোমাঞ্চকর কাহিনী যার শেষে প্রেমিক প্রেমিকার মিলন হবে, যাকে বলে হবেই,মশাই আপনাকে বলতে লজ্জা নেই বিচ্ছেদ টা আমি ঠিক মেনে নিতে পারি না।

লেখক (খাতা থেকে মুখ না তুলে ) : সোজা গিয়ে ডানদিকে।

জনৈক ভদ্রলোক (ঘরের ডানদিকে একটা বইয়ের তাকের সামনে দাড়িয়ে) : ডানদিকের তাকের কত নম্বর বইটা যদি একটু বলেন।

লেখক : উহু! সামনের রাস্তার সোজা গিয়ে ডানদিকে ! নতুন খুললে কি হবে ,বায়স্কোপ টা সবসময়ই প্রায় হাউসফুল।