প্রেমিক ছেলেটি : আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করিস না দোহাই তোর ।
নির্বিকার মেয়েটি : কেন ভালোবাসিস আমাকে ?
প্রেমিক ছেলেটি : তা জানি না ,তবে ভালোবাসি ,মন প্রাণ দিয়ে ভালোবাসি।
নির্বিকার মেয়েটি : সে তো বুঝলাম কিন্তু কারণটা কি ?আমার মধ্যে এমন কি দেখলি যা আর কারো মধ্যে নেই ?
প্রেমিক ছেলেটি : যদি বলি তোর ওই নীলচে চোখের মায়া আমাকে পাগল করে দেয় !
নির্বিকার মেয়েটি : ওটা কন্টাক্ট লেন্স! আর কোনো কারণ ?
প্রেমিক ছেলেটি : তোর এই ঘন কালো চুলের হাতছানি কে উপেক্ষা করা আমার কেমন যেন অসম্ভব মনে হয়।
নির্বিকার মেয়েটি : আমার চুল এত সুন্দর ছিল না ,তোকে বলিনি সম্প্রতি মাত্র ১২ টা সাক্ষাতে শহরের সবচেয়ে বড় হেয়ার স্পেশালিস্ট র জাদু স্পর্শ আমার চুলকে তোর মত অনেককেই হাতছানি দেওয়ার শক্তি দান করেছে।
প্রেমিক ছেলেটি : আমার অনেকদিনের চেনা তোর শরীরের গন্ধ ,সেটাও কি নকল বলতে চাস ?
নির্বিকার মেয়েটি : নকল কেন হবে ? সেটা তো আমার আমেরিকা নিবাসী মাসির প্রতি বছর ভালবাসা স্বরূপ পাঠানো ব্র্যান্ডেড সুগন্ধির মোহনী শক্তি ! নকল হলে বুঝি এতদিন ব্যবহার করতাম !
প্রেমিক ছেলেটি : আমি যে কিভাবে তোকে বোঝাব ? মানে তোর পা থেকে মাথা পর্যন্ত সবটুকুই আমার ভীষন ভালোলাগে ,আসল নকলের বিচার কখনো করিনি ,করার কথা ভাবতেও পারিনি ,তার আগেই বাঁধা পরে গেছি তোর এই অপরূপ সৌন্দর্যের মায়াজালে।
নির্বিকার মেয়েটি (সজোরে হেসে ): আমার সৌন্দর্য? আমার শরীর জুড়ে অত্যাধুনিক চোখ ধাধানো গয়না , পরনে প্রখ্যাত ডিসাইনারের শাড়ি,দামী প্রসাধনে উজ্জ্বল মুখ ,যত্ন করে করা নেল আর্ট ,কালো রং করা মায়াবী চোখের চাহনী , অনেকদিনের চেষ্টায় রপ্ত করা সুন্দর করে কথা বলার কায়দা ,এসবের কথাই বলছিস তো ? কিন্তু একটু ভেবে দেখলেই বুঝতে পারবি এ সবই যে কৃত্রিম !
প্রেমিক ছেলেটি : প্রত্যাখ্যান কর কিন্তু এভাবে বিদ্রুপ করিস না ! কৃত্রিম মানে কি ? কোনো কিছুই কি তাহলে তোর আসল নয় ? তবে কি তোর কথা মত তুই একটা মাংসের দলা ছাড়া আর কিছুই নস ?
নির্বিকার মেয়েটি (হেসে ) : ভালো বলেছিস ,মাংসের দলা ,আমারও তাই মনে হয় !
প্রেমিক ছেলেটি : বুঝেছি ! আমাকে কেন আর ভালোবাসবি তুই ? তোকে ভালবাসার লোকের তো আর অভাব নেই ,আমি কি আর দেখিনি ভেবেছিস তোর সোশ্যাল নেটওয়ার্ক এ গন্ডা গন্ডা ছেলের প্রকাশ্যে প্রেম নিবেদন ,তার মধ্যে তো কতজন আবার N R I ! ওদের মধ্যেই কাউকে বোধহয় তোর মনে ধরেছে কি বল ?
নির্বিকার মেয়েটি : না !
প্রেমিক ছেলেটি : তবে কি পক্ষীরাজে চড়া রাজপুত্রের অপেক্ষা তে আছিস ?
নির্বিকার মেয়েটি : মোটেই না ! রাজপুত্রের দৃষ্টিও যে সিংহাসনের চাকচিক্যতেই আটকে থাকবে চিরকাল।
প্রেমিক ছেলেটি : তাহলে কি চাস তুই ?
নির্বিকার মেয়েটি : সে তুই বুঝবি না ! তবে এটুকু জেনে রাখ ,তা যদি কেউ দিতে পারে কোনো বাক্যালাপের অবকাশ তাকে আমি দেব না ,তার হাত ধরে হারিয়ে যাব এক অনন্ত জীবনে ,আর কোনদিন পিছনে তাকিয়ে দেখবনা ফেলে রেখে যাওয়া মাংসের দলার দিকে ।
ধন্যবাদ ,
BongNote