->চলুন এবার , সব তো শেষ , আর কি পিছন ঘুরে দেখছেন ওত ?
->মানে বলছিলাম কিছুই কি সঙ্গে নিয়ে যাওয়া যাবে না ?
->আপনি যেখানে যাচ্ছেন সেখানে জাগতিক কিছুর দরকার হয় না মশাই ,আর শুনুন আপনার মত মানুষের মায়া করা সাজে না।
->মানে ঠিক বুঝলাম না ।
-> মানে অতই যদি বেঁচে থাকার সখ , এত পেশা থাকতে যুদ্ধকে বেছে নিলেন কেন ?
->নিয়তি আমাকে যোগ্য মনে করেছে অজস্র প্রানের নিরাপত্তার দায়িত্ব পালনে । শত্রুর বন্দুকের সামনে , মন্দিরের পুতুল রক্ষকের থেকে মুখ ফিরিয়ে , প্রচন্ড বিশ্বাসে আমার উর্দি ই জাপটে ধরে অসহায় হাত , সেই সম্মানের সাথে আর যাই হোক আপোষ চলে না।
->আপনার স্ত্রী , ওইটুকু মেয়ে , তাদের কথা একবারও ভাবলেন না ? যে দেশের মানুষের জন্য আপনি শত্রুর বুলেট গর্বের সাথে হজম করে নিলেন , আপনি কি ভাবছেন দুদিন বাদে তারা আপনাকে বা আপনার পরিবারকে মনে রাখবে ?
-> কই তা ভাবিনি তো , তবে এটুকু জানি মৃত্যুশোকের যন্ত্রণা , কফিন ছোয়ার গর্বের কাছে একসময় ঠিক ফিকে হয়ে যাবে ।
-> অজস্র কোটি নামের সাথে আপনার নামও অদরকারী স্মৃতির তলানিতে গিয়ে ঠেকবে , কিছুদিন পরই আপনার নাম বেরোনো খবরের কাগজের ঠোঙায় , নবদম্পতি পার্কে বসে ছোলা খেতে খেতে প্রেমালাপ করবে , শহীদের প্রানের থেকে সলমন খানের সিনেমার টিকিটের দাম এখানে বেশী , এই তো আপনার দেশ, তার জন্য খামোখা তেজী প্রাণ টা দিয়ে বসলেন !
-> বলছিলাম শুধু ওই পতাকা টা সাথে নিয়ে গেলে খুব আপত্তি আছে ? দেশের গন্ধের যে খুব মায়া ।
-> দেশ মানে ঠিক কি বলুন তো ! আপনাকে দ্বার রক্ষী নিযুক্ত কারী নাকি আপনার মৃত্যুর অসহায় দর্শক ? আপনার মত শহীদ যদি তার সন্তান হত , প্রতিশোধের আগুনে এতদিনে জগৎ সংসার ছাই করে দিত সে , ঠান্ডা ঘরে কফিতে চুমুক দিয়ে উষ্ণ শোকপ্রকাশের ফাঁকে ফাঁকে , রাজনৈতিক সীমাবদ্ধতার হিসেব নিকেশ কোনো সন্তান হারা মা কে মানায় কি !
-> এত কঠিন ভাবে তো ভাবিনি কখনো , আমার কাছে দেশ মানে ওই অচেনা ছেলেগুলো ,যাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু আমার মৃত্যুতে তাদের গরম রক্ত , শত্রুর ভবিষ্যৎ কে মুহুর্তে ঝাপসা করে দেয় । দেশ মানে ওই মেয়েটা , এইবারের জন্মদিনের আনন্দ যাকে অনেক চেষ্টা করেও কিছুতেই ছুতে পারেনি , তার চোখের জল শহীদের চিতার আগুন না নিভাতে পারলেও মৃত্যুযন্ত্রনার স্মৃতি একেবারে বিলীন করে দিয়েছে , অথবা বলতে পারেন আমার কাছে দেশ মানে ওই ভদ্রলোক যিনি কাল অব্দি ভাবছিলেন আত্মহত্যা করবেন , কিন্তু আজ অন্তরাত্মার প্রশ্নের গভীরতায় সে ভাবনা চিরতরে ত্যাগ করলেন !
-> কী প্রশ্ন ?
-> জীবন নিরর্থক হলই বা , তাই বলে কি মৃত্যুও স্বার্থক হবে না ?