> ‘Act of God’ ! তার মানে কাজটা আপনি করেছেন ?
> না !
>মানে ? তাহলে কে করেছে ?
>আহা ! তারই তো চুল চেরা বিশ্লেষণ চলছে । দেখছো না ,দফায় দফায় বিচার সভা বসছে ! ইতিহাসের পাতা উল্টে প্রমাণ খোঁজা চলছে! টান টান উত্তেজনার মুহূর্ত ! জটিলতার ঘোরপ্যাচে সৃষ্টিকর্তার চোখ পর্যন্ত ধাঁধিয়ে যাচ্ছে । ‘নিরীহ’ প্রমাণের দৌড়ে সামিল হওয়ার আগে পাপের ঘড়া লোকানোর বৃথা চেষ্টা ! ওত বড় জিনিস টা ওই টুকু পৃথিবীতে বুঝি লোকানো যায় ? তাছাড়া কাদের থেকেই বা লুকোতে চায় ? অন্ধের কি বা দিন কি বা রাত !
>আপনি এখন এইসব নোংরা রাজনীতির কলাকৌশলে মশগুল ? আর ওদিকে তো ওরা এখনো ধ্বংস স্তূপের নীচে !
>ওরা কারা ?
>যারা প্রকৃত অর্থে ‘নিরীহ’ ! ‘পাঁচ লাখ’ অনেক বড় মূল্য হলেও যারা সে দামে নিজেদের অতি সাধারণ জীবন টাকে বেঁচে দিতে চায় না তাই এত কিছুর পরও নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছে মৃত্যুর কবল থেকে বেরিয়ে আসতে ।
>হুম ! সবাইকে সম্ভব না হলেও কিছু মানুষকে আমি বাঁচিয়েছি বৈকি ।
>এভাবে মিথ্যে বলা আপনাকে মানায় কি ! অক্লান্ত পরিশ্রমে মানুষই মানুষের প্রাণ বাঁচিয়েছে,আপনি শুধুমাত্র প্রত্যক্ষ দর্শী ছিলেন !
>’প্রাণ ‘ তো বলিনি ,তবে দলাদলি -মারামারি থেকে বাঁচিয়েছি , বিকৃত রাজনীতি থেকে বাঁচিয়েছি , অতিসাধারণ হয়ে থাকার অভিশাপ থেকে বাঁচিয়েছি , অহর্নিশ ভাগ্যের হাতে গিনিপিগ হওয়া থেকে বাঁচিয়েছি , রোজের মৃত্যু ভয় থেকে বাঁচিয়েছি ! ক্ষনিকের দুর্বলতায় নরক থেকে মুক্তি দানের দায়, আমি এবারও চেষ্টা করে এড়াতে পারিনি , স্বজন হারা হৃদয়ের অভিশাপে না হয় আরো একবার জলের গভীরে তলিয়ে যাবে আমার অস্তিত্ব !