ভালোবাসার রাখী

Leave a comment আদর্শ পোস্ট ফরম্যাট

পাঞ্জাবী ছেলেটি হাতে একটা রাখী নিয়ে ঘরে ঢুকে জানলার দিকে তাকিয়ে থাকা বাঙালী মেয়েটার কাছে গিয়ে বলল :মেরে হাত মে ইয়ে বান্ধ দেগী ? মেরে বহেন নে স্পীডপোস্ট সে ভেজী আজ সুভা।

মেয়েটি হেসে রাখীটা ছেলেটির হাতে বেঁধে দিতে দিতে বলল , ” মনে রাখিস আমাকে দিয়ে রাখী বাঁধালি কিন্তু ,আজ থেকে আমি তোর বোন হই সম্পর্কে।

ছেলেটি : আগার মেরে বহেন বান্ধ্তি তো ইয়ে জরুর রাখী হোতা লকিন অব ইয়ে ফ্রেন্ডশিপ ব্যান্ড হ্যয়।

মেয়েটি হেসে: বাহ্ ! কি অভাবনীয় কনসেপ্ট ! তোর মতই যাতাকলে পরা কেউ বোধহয় এই “ফ্রেন্ডশিপ ব্যান্ড” ব্যাপারটা মাথা থেকে বার করেছিল।

ছেলেটি : Don’t say a word about the person ,he is the saviour of mankind.

মেয়েটি : সেই ! সম্পর্কের দই না বানালে আর ‘ saviour of mankind’ এর তকমা পাওয়া কিভাবেই বা সম্ভব।

ছেলেটি : দহি ? ইউ মিন মিষ্টি দহি ? auntyজি নে লাই হয় কয়া ?

মেয়েটি : ধুর তেরি ! একটু কঠিন কিছু বললেই হলো ব্যাস বাংলা ভাষার একেবারে সৎকার করে তবেই ছাড়বে।

ছেলেটি : যা না থোড়া মিষ্টি দহি লেকে আ মেরে লিয়ে।

মেয়েটি : কোনো দই টই নেই ,আর থাকলেও তোকে দিতাম না,আগে বাংলা শেখ তারপর বাংলার দই খাবি।

ছেলেটি :আজ রাখী কে দিন ,ফিরভি তু..

মেয়েটি : “রাখী কে দিন ” মানে কি ? এটা কি তোদের দিন নাকি ? এটা এখানে কে শুরু করেছিল জানিস ?

ছেলেটি : I know ,দ্যাট ইস Tagore .

মেয়েটি : যাক ! এটুকু জেনে রবীন্দ্রনাথের জন্ম সার্থক করে দিলি। হ্যা যেটা বলছিলাম, এই দিনটা রবীন্দ্রনাথ শুরু করেছিলেন আর যেহেতু উনি বাঙালি ছিলেন,তাই রাখীর দিন টা আমাদের মানে বাঙালীদের দিন যেটা তোরা অবাঙালীরা কপি করেছিস।

ছেলেটি নিজের হাতে বাঁধা রাখীর একটা ছবি তুলে মোবাইলে সেটা বোনের নম্বরে পাঠিয়ে বলল :অবাঙালীরা ? For you only two type of people exist in this world : বাঙালী ওর অবাঙালী ? রাইট ?

মেয়েটি : হ্যা তাই। পাঞ্জাবী ,গুজরাতি না মারওয়াড়ি এত চুলচেরা বিশ্লেষণে আমরা যাই না, বাঙালী নয় ব্যাস।

ছেলেটি : Don’t you think you people are too proud to argue ?

মেয়েটি : একটা বাঙালির শুরু করা ফেস্টিভালে এভাবে ছুটি নিয়ে মন্ডা মিঠাই খেয়ে ভাংড়া নেচে এনজয় করছিস ,আর সত্যি বললেই argument হয়ে যায় কি বল ?

ছেলেটির ফোন বেজে উঠলো ,ওপাশে বোনের কন্ঠস্বর : “হ্যাপি Rakhi ভাইয়া ,থাঙ্কস for sending picture wearing my Rakhi ,you look awesome ।”

মেয়েটির দিকে তাকিয়ে ছেলেটি বোনকে হেসে উত্তর দিল “Be grateful to Rabindranath ,It’s all about him ,otherwise the picture would not exist as well as Rakhi ,I doubt if we ,I mean all ‘অবাঙালী’ nonsense people would exist or not “.

মেয়েটি রেগে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল।